Ticker

6/recent/ticker-posts

পাসওয়ার্ড থাকলেও আপনি ছাড়া কেউ ঢুকতে পারবে না আপনার ফেসবুক আইডিতে - Facebook Two Factor

  ফেসবুক এ আমরা প্রতিদিন সবার সাথে যোগাযোগ করি এবং বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এই ফেসবুক এ আমাদের অনেক তথ্য থাকে যা সবার সাথে শেয়ার করা যায় না। তাছাড়া ফেসবুক অনেক সময় হ্যাকিং এর সমস্যায় পড়তে হয়। 

তাই আজকে দেখাবো "ফেসবুকে টু- ফেক্টর এথেনথিকেশন কিভাবে চালু করবেন। 



                              

প্রথমে আপনার ব্রাউজার এ টাইপ করুন mbasic.facebook.com
তারপর আপনার ফেসবুকে লগিন করুন।
এবার নিচের দিকে স্ক্রল করে Settings and privacy লেখায় ক্লিক করুন।

এরপর Text Message(SMS) লেখায় ক্লিক করুন


তারপর Use two-factor authentication এ ক্লিক করুন
এবার আপনার মোবাইল নাম্বারটি সিলেক্ট করুন অথবা Add Phone Number অপশন থেকে নতুন মোবাইলে নাম্বার যোগ করুন। মনে রাখবেন এখানে যে নাম্বারটি দিবেন সেইটাতে লগিন করার সময় কোড যাবে । এই কোডটি ছাড়া কেউ আপনার ফেসবুক একাউন্টে লগনি করতে পারবেনা।


এবার দেখুন আপনার মোবাইলে একটি ভেরিফাই মেসেজ গেছে সেখানে ৬ টি সংখ্যা আছে। ৬ টি সংখ্যা নিচের বক্সে লিখুন আর Continue তে ক্লিক করুন
ব্যাস হয়ে গেলো । 

এখন যদি কারও কাছে আপনার ফেসবুকের পাসওয়ার্ড থাকে তবুও সে লগিন করতে পারবে আপন আর মোবাইলে কোড ছাড়া।

Post a Comment

0 Comments