বিকাশ বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত বাংলাদেশের একটি মোবাইল ব্যাংকিং পরিষেবা। এই সেবা এর মাধ্যমে বাংলাদেশের জনগন তাদের নিয়মিত আর্থিক লেনদেনের জন্য একে অপরকে বা একস্থান থেকে অন্য স্থানে টাকা পাঠাতে পারে। প্রথম দিকে মোবাইল ব্যাংকিং মুলত একে অপরকে টাকা পাঠানোর সেবা থাকলেও এখন রয়েছে অনেক সেবা। যেমনঃ টাকা পাঠানো, ব্যাংকে টাকা ট্রান্সফার, বাসার গ্যাস পানি ও বিদ্যুৎ বিল দেওয়া সহ এখন অনেক স্টোর এ বিকাশ এ পেমেন্ট এর মাধ্যমে পন্য ক্রয় করা যায়।
Bkash API কি?
বর্তমান ডিজিটাল যুগে অনেকেই এখন অনলাইনে ই-কমার্স সহ অনেক মাধ্যমে ব্যবসা করে থাকে। অনলাইনে ব্যবসার ক্ষেত্রে ই-কমার্স বা অন্যন্য ক্ষেত্রে পেমেন্ট রিসিভ করার প্রয়োজন পরে। সেই ক্ষেত্রে পেমেন্ট রিসিভ ও অর্ডার কনফার্ম এর জন্য ম্যানুয়াল এ অনেক ঝামেলা। তাই বিকাশ বিকাশ এনেছে BKASH API । Bkash API এর মাধ্যমে সহজেই এখন অটোমেটিক পেমেন্ট রিসিভ করা সম্ভব হচ্ছে । যার ফলে আলাদাভাবে ম্যানুয়ালি গ্রাহক টাকাটা পাঠিয়েছে কিনা তা যাচাই করার প্রয়োজন পরে না।
Bkash API পেতে কি কি লাগবে?
Bkash API পেতে প্রথমেই যেটি লাগবে সেটি হচ্ছে একটি বিকাশ মার্চেন্ট একাউন্ট। যেখানে আমাদের পেমেন্ট গুলি রিসিভ হবে।
আর লাগবে একটি সচল ওয়েবসাইট / মোবাইল অ্যাপ যেখানে ডিজিটালি আপনার প্রডাক্ট ও বিক্রি হবে।
সাথে লাগবে একটা সচল ইমেইল
এই তিনটি জিনিস থাকলে আপনি বিকাশ API এর জন্য আবেদনের জন্য প্রস্তুত।
বিকাশ এ পি আই BKASH API এর জন্য আবেদন Bkash Payment Getway integration
Bkash Payment Getway থেকে API পাওয়ার জন্য প্রথমে API DASHBOARD এ একটি একাউন্ট খুলতে হবে।
কিভাবে Bkash Payment Getway Dashboard এ একাউন্ট খুলবেন?
প্রথমে চলে যান যেকোন একটি ব্রাউজার এবং এড্রেস বার এ লিখুন "https://pgw-integration.bkash.com/#/sign-up" তাহলে বিকাশ পেমেন্ট গেটওয়ে আবেদনের একটি পেজ ওপেন হবে নিচের মতো।
| Bkash Payment Getway integration |
তারপর আপনার পি আর এ অথবা মার্চেন্ট নাম্বারটি দিয়ে "NEXT" এ ক্লিক করুন। এবং মোবাইলের ওটিপি টাইপ করুন।
0 Comments