Ticker

6/recent/ticker-posts

বিকাশ API এর জন্য আবেদন - Bkash Payment Getway integration

বিকাশ বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত বাংলাদেশের একটি মোবাইল ব্যাংকিং পরিষেবা। এই সেবা এর মাধ্যমে বাংলাদেশের জনগন তাদের নিয়মিত আর্থিক লেনদেনের জন্য একে অপরকে বা একস্থান থেকে অন্য স্থানে টাকা পাঠাতে পারে।  প্রথম দিকে মোবাইল ব্যাংকিং মুলত একে অপরকে টাকা পাঠানোর সেবা থাকলেও এখন রয়েছে অনেক সেবা। যেমনঃ টাকা পাঠানো, ব্যাংকে টাকা ট্রান্সফার, বাসার গ্যাস পানি ও বিদ্যুৎ বিল দেওয়া সহ এখন অনেক স্টোর এ বিকাশ এ পেমেন্ট এর মাধ্যমে পন্য ক্রয় করা যায়।

Bkash API কি?

বর্তমান ডিজিটাল যুগে অনেকেই এখন অনলাইনে ই-কমার্স সহ অনেক মাধ্যমে ব্যবসা করে থাকে। অনলাইনে ব্যবসার ক্ষেত্রে ই-কমার্স বা অন্যন্য ক্ষেত্রে পেমেন্ট রিসিভ করার প্রয়োজন পরে। সেই ক্ষেত্রে পেমেন্ট রিসিভ ও অর্ডার কনফার্ম এর জন্য ম্যানুয়াল এ অনেক ঝামেলা। তাই বিকাশ বিকাশ এনেছে BKASH API । Bkash API এর মাধ্যমে সহজেই এখন অটোমেটিক পেমেন্ট রিসিভ করা সম্ভব হচ্ছে । যার ফলে আলাদাভাবে ম্যানুয়ালি গ্রাহক টাকাটা পাঠিয়েছে কিনা তা যাচাই করার প্রয়োজন পরে না। 

Bkash API পেতে কি কি লাগবে? 

Bkash API পেতে প্রথমেই যেটি লাগবে সেটি হচ্ছে একটি বিকাশ মার্চেন্ট একাউন্ট। যেখানে আমাদের পেমেন্ট গুলি রিসিভ হবে। 
আর লাগবে একটি সচল ওয়েবসাইট / মোবাইল অ্যাপ যেখানে ডিজিটালি আপনার প্রডাক্ট ও বিক্রি হবে। 
সাথে লাগবে একটা সচল ইমেইল
এই তিনটি জিনিস থাকলে আপনি বিকাশ API এর জন্য আবেদনের জন্য প্রস্তুত। 


বিকাশ এ পি আই BKASH API এর জন্য আবেদন Bkash Payment Getway integration

Bkash Payment Getway থেকে API পাওয়ার জন্য প্রথমে API DASHBOARD  এ একটি একাউন্ট খুলতে হবে। 

কিভাবে Bkash Payment Getway Dashboard এ একাউন্ট খুলবেন? 

 প্রথমে চলে যান যেকোন একটি ব্রাউজার এবং এড্রেস বার এ লিখুন "https://pgw-integration.bkash.com/#/sign-up"  তাহলে বিকাশ পেমেন্ট গেটওয়ে আবেদনের একটি পেজ ওপেন হবে নিচের মতো। 

Bkash Payment Getway integration


তারপর আপনার পি আর এ অথবা মার্চেন্ট নাম্বারটি দিয়ে "NEXT" এ ক্লিক করুন। এবং মোবাইলের ওটিপি টাইপ করুন। 

তারপর একাউন্ট ডিটেইলস এ আপনার মার্চেন্ট নাম, ইমেল, কন্টাক্ট নাম্বার ও আপনার কম্পানির জন্য যদি কোন টেকনিশিয়ান থাকে তার নাম্বার । আর যদি কোনো টেকনিশিয়ান না থাকে তাহলে আপনার নাম্বারটি দিন । এবং Terms and contions এ ক্লিক করে কন্ডিশন পরে নিয়ে ঠিক মার্ক দিন এবং আবার "Next" বাটনে ক্লিক করুন। 

আপনি যে ইমেইল দিয়েছিলেন সেই ই-মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। এইবার এখানে কোড দিন এবং "NEXT" এ ক্লিক করুন। 

এর পর Payment Getway তে লগিন এর জন্য একটি শক্তিশালি পাসওয়ার্ড দিন। পরে আবার একই পাসওয়ার্ড দিন এবং "Activate Account" এ ক্লিক করুন।

Bkash Marchant API Full Process


একাউন্ট খোলা হয়ে গেলে আপনি আপনার মার্চেন্ট নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। লগিন করার সাথে সাথে আপনার সামনে একটা পেজ ওপেন হবে যেখানে আরও কিছু তথ্য চাইবে সেগুলা দিয়ে দিবেন। 
Enter Marchant Name (মার্চেন্ট এর নাম দিবেন)
Enter PGW Display Name (পেমেন্ট পেজে যে নাম শো করবে) 
Enter Your Website URL ( আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন)
Enter Business Address (আপনার ব্যাবসায়িক ঠিকানা দিবেন)
Enter Your Business Logo URL ( আপনার ওয়েবসাইটে রিকোয়েরমেন্ট অনুসারে লগো আপলোড করে সেইটার লিংক দিবেন)
Select Business Type ( আপনি যে ধরনের ব্যাবসা করেন সেই ধরন নির্বাচন করুন)
PGW use Case ( Payment Collection সিলেক্ট করুন)
Select Platform (যে যে মাধ্যম দিয়ে পেমেন্ট কালকশন করবেন সেইগুলা সিলেক্ট করুন)
Select Key Account  Manager ( লিস্ট থাকা কারও সাথে যদি আপনার যোগাযোগ হয়ে থাকে তার নাম সিলেক্ট করুন। আর না থাকলে যে কোনো একটা সিলেক্ট করে দিন)
এবং "NEXT" এ ক্লিক করুন। 

তারপর একটি পপআপ আসবে সেখানে সব তথ্য মিলিয়ে নিয়ে "confirm request" এ ক্লিক করুন। 

সবকিছু ঠিক ঠাক থাকলে আপনার  সাথে দ্রুত যোগাযোগ করে আপনাকে এপি আই দিয়ে দিবে। 

ধন্যবাদ আরটিকেলটি পড়ার জন্য । আরটিকেল নাম বুঝতে পারলে আপনি চাইলে Youtube "IT ASSIST 360" এর ভিডিওটি দেখতে পারেন। আমি ভিডিওটি এমবেড করে দিলাম 






Post a Comment

0 Comments